রিয়াদ ইসলাম জলঢাকা:
নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছার আলী মিন্টু’র সাথে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় নবনির্বাচিত চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালেক,জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আল-ইকরাম বিপ্লব চিশতি, দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ,ক্রিড়া সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ভবদীশ রায়,কার্যকরী সদস্য মনিরুজ্জামান শান্ত, সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমূখ।