দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৬৭৭ ভোট পেয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইফতেখারুল আলম খান আজাদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কদ্দুছ আনারস প্রতীকে ১০ হাজার ২৬৯ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে এম এ সোহাগ মাইক প্রতীকে ৩২ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শেখ বদরুল ইসলাম টিয়াপাখি প্রতীকে ১৮ হাজার ৩১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতি আক্তার ইভা ফুটবল প্রতীকে ২১ হাজার ৪৬৬ ভোপ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হোসনা আক্তা প্রজাপতি প্রতীকে ১৩ হাজার ৩১০ ভোট পেয়েছেন।

মদন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী অংশ নেয়। এর মধ্যে ৫ জনই বীর মুক্তিযোদ্ধা। প্রার্থী ছিলেন সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (কাপ পিরিচ), উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুছ (আনারস), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার (মোটর সাইকেল), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ হুসেন চৌধুরী (হেলিকাপ্টার), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজাজুল হক চৌধুরী (দোয়াত কলম) ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইফতেখারুল আলম খাঁন চৌধুরী আজাদ (ঘোড়া)।

এর সাথে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহম্মেদ পাঠান (তালা), এম এ সোহাগ (মাইক), আলহাজ্ব শেখ বদরুল ইসলাম (টিয়াপাখি), ও মোঃ নূরুজ্জামান সুজন (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছাঃ রিনা তালুকদার (হাঁস), ইতি আক্তার ইভা (ফুটবল), মোসাঃ তাজমহল আক্তার দোলেনা (কলসি), হাসনা চৌধুরী (প্রজাপতি)।

মদন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মদন উপজেলায় মোট ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৫১ টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৭০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ২৪০ জন , মহিলা ভোটার ৬৪ হাজার ৪৬৫ জন ও তৃতীয় লিঙ্গে ৭ জন ভোটার রয়েছে। ৫৭ হাজার ৭৮৬ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১ হাজার ৫০৭ টি ভোট বাতিল হয়।

মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হামিদ ইকবাল জানান, মদন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৬৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে এম এ সোহাগ মাইক প্রতীকে ৩২ হাজার ৫৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতি আক্তার ইভা ফুটবল প্রতীকে ২১ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version