চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দাইপুকুরিয়া ইউনিয়নের একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ২০ মণ মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ করেছেন পুকুর মালিক তরিকুল হোসেন ।
শনিবার (২৫ মে) গভীর রাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নাতোড় এলাকায় চ্যাং মারি বিলে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
দাইপুকুরিয়া ইউনিয়নের নাতোড় গ্রামের মোঃ তরিকুল হোসেন বলেন, প্রায় ৪ বিঘা পুকুরে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে সিলভার, কাতলসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছি।
এ পুকুরে আমার প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। রাতে কয়েকজন লোক পূর্ব শত্রুতা জেরে আমার পুকুরের এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, শুক্রবার (২৬ মে) সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখি। প্রথমে গ্যাসের অভাবে মাছ মারা গেছে ভাবলেও পরে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি।
পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আমার প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে দায়পুকুরিয়া ইউপি সদস্য মোঃ জোবদুল করিম (পারুল) জানান নাতোড় গ্রামের একটি পুকুরে কেবা কাহারা রাতের আধারে পুকুরটিতে বিষ প্রয়োগ করেছে তাই পুকুরটির সকল মাছ মরে গেছে ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, পুকুরের মাছ মরার ঘটনায় দুই পক্ষই লিখিত অভিযোগ করেছে সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।