গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ৪০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৬ মে) গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ে এই আর্থ-সামাজিক প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) সুশান্ত কুমার মাহাতো।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সমাজসেবার সহকারী পরিচালক কামরুল হাসান সরকার, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।প্রশিক্ষণের প্রথম দিনে গাইবান্ধা জেলা সাত উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর ৩০ জন অংশগ্রহণ করেন।