দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রুহুল আমিন,ডিমলা (নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ২০ টি স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ মে) সকাল ৯টার দিকে এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার।

ঘটনাটি ঘটেছে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারে। দু’ঘণ্টার এ অভিযানে বাজারের ৩০ শতাংশ জায়গায় ১৫ জনের মালিকানায় অবৈধভাবে গড়ে উঠা ২০টি দোকান-পাট ভাঙ্গা পড়েছে। তবে ব্যবসায়ীদের পক্ষে অভিযোগ করা হয়েছে, নিয়ম ভঙ্গ করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

দোকান মালিক আলহাজ্ব রাসেল সরকার বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এ অভিযানে আমাদের কোনো নোটিশ প্রদান করা হয়নি। দোকানের মালামাল ও স্থাপনাসহ ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর দায় কে নেবে?

পান ব্যবসায়ী স্বপন মিয়া বলেন, আজকের এই অভিযান সম্পর্কে আমরা কিছুই জানিনা। যদি জানতাম তাহলে আমার দোকানের মালামাল সরিয়ে রাখতাম।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার বলেন, অবৈধ দখলদারদের বারবার নোটিশ দেওয়ার পরেও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। এ কারণে শুটিবাড়ী বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী জায়গা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজারে অবৈধভাবে গড়ে উঠা অন্যান্য স্থাপনা ভেঙ্গে সরকারী জায়গা উদ্ধার করতে এ অভিযানে অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version