দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারেই বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে খন্দকার মোস্তফা কামাল লিওন টিউবওয়েল প্রতীকে ২৩ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোমান রায়হান টিয়া পাখি প্রতীকে ২১ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন।

এদিকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একে এম ফয়জুল হক রোম। তিনি প্রথমবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একে এম ফয়জুল হক রোম আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিকদার আব্দুর হান্নান রুনু হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬০০ ভোট।

দ্বিতীয় ধাপে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৪টায়।

এছাড়া নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারিকুল ইসলাম উজ্জ্বল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৬৫ ভোট, বীর মুত্তিযোদ্ধা মুন্সী নজরুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৩ ভোট ও মো. আইয়ুব হোসেন ঘোড়া প্রতীকে ৩৮৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন ইতি কলস প্রতীকে ৩৬ হাজার ৭১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. কাকলি বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১৩ ভোট এবং মিসেস কাকলি ওছিউর পেয়েছেন ১০২৯২ ভোট।

রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, সোমবার বিকেলের পর থেকেই ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনী সরঞ্জাম উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে। মঙ্গলবার সকালে ব্যালট পেপার পৌঁছেছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে উপজেলার কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৯৭টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৭৬৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৭৬ হাজার ৮১৬ জন ভোটার। বাতিল হয়েছে ১ হাজার ৬২৫টি ভোট। ভোট পড়েছে শতকরা ৩৬ দশমিক ৪৫ শতাংশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version