দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে “নো হেলমেট, নো ফুয়েল” সার্ভিস চালু করেছে থানা পুলিশ।
সোমবার বিকেলে ঝানজাইল এলাকার খোরশেদ খান ফিলিং স্টেশনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব এ সেবা সার্ভিসটি চালু করেন।
এ সময় উত্তম চন্দ্র দেব বলেন “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের চলা ফেরা করতে হবে। কোন মোটরসাইকেল আরোহী কে হেলমেট বিহীন পেট্রোল না দেওয়ার আহবান জানান পেট্রোল মালিকদের।
” নো হেলমেট, নো ফুয়েল” কার্যক্রমকে সফল করতে দুর্গাপুর বাসীর সহযোগিতা কামনা করেন তিনি। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
উদ্বোধননের সময় দুর্গাপুর থানার পুলিশ সদস্য,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।