স্টাফ রিপোর্টার
আসন্ন বিশ্বম্ভপুর উপজেলা পরিষদ নির্বাচনে রনজিত চৌধুরী রাজনকে বিজয়ী করতে উপজেলার বিভিন্ন বাজার, মসজিদ, মন্দিরে সভা সমাবেশ করছেন প্রার্থী ও তার সমর্থকরা। শুক্রবার ধনপুর ইউনিয়নের মুজিব বাজার মসজিদ, মুথুরকান্দি বাজার মসজিদে মুসল্লীদের কাছে ভোট চাইলেন চেয়ারম্যান পদ প্রার্থী রনজিত চৌধুরী রাজন। পরে তিনি বিকেলে শক্তিয়ারখলা বাজারে পথসভা করেন।
গত বৃহস্পতিবার পলাশ ইউনিয়নের জনতা বাজারে পথসভায় সভায় তিনি বক্তব্য রাখেন। এসময় সভায় বক্তব্য রাখেন সার্জেন্ট জহিরুল ইসলাম (অব), মাস্টার দেলোয়ার হোসেন, রতীন্দ্র কুমার দাস, মহেশ দেবনাথ, মেম্বার স্নপন দেবনাথ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment