বিরামপুর,(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে এবং বিরামপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ র্কোস সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনআইএনজি জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের অতিরিক্ত সচিব, ডঃ আবু শাহিন মোঃ আসাদুজামান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কাওসার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়নের ৭ জন ইউপি চেয়ারম্যান, ৬৩ জন ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ২৭ জন, ৭জন ইউপি সচিব’সহ ৭ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version