রুহুল আমিন,ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলায় ভুট্টা মাড়াই করা মেশিনের ওয়েট চাকা ভেঙে নাসিমা বেগম (২৫) নামের দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ই- মে) বিকাল চারটার দিকে দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম নাউতারা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানান, শুক্রবার নিহতের বাড়িতে ক্ষেতের ভুট্টা মাড়াই করার জন্য ভাড়ায় ভুট্টা মাড়াই মেশিন চলছিল। ভুট্টা মাড়াই চলা অবস্থায় হঠাৎ ওয়েট চাকা ভেঙ্গে শয়ন ঘরে প্রবেশ করে।
দুই সন্তানসহ বিছানায় শুয়ে থাকা নিহত নাসিমা বেগমের মাথায় আঘাত লাগে। মুহূর্তের মধ্যে মাথা ফেঁটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া বিরাজ করছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।