জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া প্রতিনিধি সাংবাদিক মশিউল হক মিটুর (৬০) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টার দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া মাদরাসা চত্বরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মিটু দৈনিক সমকাল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
শ্বাসকষ্টজনিত কারণে সাংবাদিক মিটু গত বুধবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কলাবাড়িয়া গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মশিউল হক মিটুর মৃত্যুতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সমকালের নড়াইল প্রতিনিধি শামীমূল ইসলাম টুলু, লোহাগড়া প্রতিনিধি রেজাউল করিম, কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম শাহীসহ বিভিন্ন পেশার মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেন। পেশাগত জীবনে সাংবাদিক মশিউল হক মিটু সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।