শনিবার, মে ১৮, ২০২৪

মদনে জমি সংক্রান্ত জের ধরে এক কৃষক হত্যার চেষ্টা

দেওয়ান রানা, মদন ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার মদনে জমি সংক্রান্ত জের ধরে হাসান তালুকদার ( ৬০) নামে এক কৃষককে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নে সাইতপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক হাসান তালুকদারকে প্রথম মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের লোকজন নিয়ে আসলে তার অবস্থা আশষ্কা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, কৃষক হাসান মিয়ার পরিবারের সাথে একই গ্রামের মুতি মিয়ার পরিবারের সাথে গত কিছুদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এদিকে মুতি মিয়া হাসান মিয়ার জমি দখল করে খড় রাখতে চাইলে হাসান মিয়া মৌখিকভাবে বাঁধা দেয়। এতে মুতি মিয়াসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্রের সজ্জিত হয়ে হাসান মিয়ার উপর হামলা করে। এক পর্যায়ে হাসান মিয়াকে জুতিয়া ( টেঁটা) দিয়ে সজোরে বুকে আঘাত করে। বর্তমানে হাসান মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহত হাসান মিয়া জানান, মুতি মিয়া ও তার লোকজন পূর্বপরিকল্পিত ভাবে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করার লক্ষ্যে আমাকে হত্যার উদ্দেশ্যে আচমকা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে আমাকে দেশীয় অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি।
মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, এমন খবর পেয়ে আমি মদন হাসপাতালে পুলিশ প্রেরণ করি। পরে আবার ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তবে এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।
অভিযুক্ত মুতির মিয়ার সাথে যোগাযোগ করা হলে বাড়িতে না থাকায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.