ঝালকাঠিতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৌতম মজুমদার (৩৭) নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব-৮।
বুধবার (৮ মে) রাত ৭ টার দিকে পিরোজপুর জেলার লখকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম।
গ্রেফতারকৃত গৌতম মজুমদার ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন এলাকার গৌরাঙ্গ মজুমদারের ছেলে। তিনি হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়াতনের সহকারী শিক্ষক।
র্যাব-৮ জানায়, শিক্ষক গৌতম মজুমদার স্কুল ছাত্রীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করে নিজ বাড়িতে ডেকে নিয়ে গত ৩ মে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।পরে র্যাব-৮ অভিযান পরিচালনা করে শিক্ষক গৌতম মজুমদারকে গ্রেফতার করে।পরে তাকে ঝালকাঠি সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।