দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম ফাহমী ভূঞাঁ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল। এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ উপজেলায় গোলাম ফাহমী ভূঞাঁসহ ৩ জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভূঞাঁ তালা প্রতীকে ৪১ হাজার ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছায়েদুর রহমান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮১৪ ভোট। আরেক প্রার্থী আব্দুল কাঈয়ুম খান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৭ ভোট।
মোট ৬১টি কেন্দ্রের ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬২ হাজার ৯৩৯ ভোটার।