বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

লোহাগড়ায় আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে ট্রাফিক পুলিশের সাড়াশি অভিযান

যা যা মিস করেছেন

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধ ও লাইসেন্স, হেলমেড বিহীন যান এবং মোটরসাইকেলে ৩জনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নড়াইলের ট্রাফিক পুলিশের সাড়াশি অভিযান চলছে।

সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা উপজেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিলক্ষিত হয়।

পুলিশ জানায়,নড়াইল জেলার পুলিশ সুপার মো.মেহেদী হাসান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ট্রাফিক) ফারুক আল মামুন ভুইঁয়ার নেতৃত্বে, টিএসআই সাইদুল সহ অন্যান্য ফোর্সসহ লোহাগড়া লক্ষীপাশা মোড় সহ শহরের বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযানে পরিচালিত হচ্ছে। অভিযানে অবৈধ যানবাহন জব্দ লাইসেন্স বিহীন যান এ মামলা ও আটক করে এবং শহর যানজটমুক্ত করতে বিশেষ ট্রাফিক পুলিশ কাজ করছে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (ট্রাফিক) ফারুক আল মামুন ভুইঁয়া বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় শহরের যানযট মুক্ত করনসহ অবৈধ এবং লাইসেন্স বিহীন যানের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে যা ভবিষৎ এ অব্যাহত থাকবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security