ঝালকাঠিতে তীব্র তাপদাহে মানুষের তৃষ্ণা মেটাতে পানি ও স্যালাইন বিতরণ করেছেন সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস।
বুধবার ( ২৪ এপ্রিল ) সকাল থেকে ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ সেবা দেওয়া হয়।
এসময় ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম , ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, সমাজসেবক হাসান মাহমুদ, ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা সহ ইয়াসের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী বলেন, তাপ প্রবাহের কারণে ঝালকাঠিবাসী অনেক কষ্ট পাচ্ছে। তাই আমরা সাধারণ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছি। চলমান তাপ প্রবাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা অব্যহত থাকবে।
সিভিল সার্জন ড. জহিরুল ইসলাম বলেন, তীব্র গরমে সড়কে বের হওয়া পথচারী, রিকশা চালক ও বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে । পাশাপাশি হিটস্ট্রোক থেকে বাঁচতে ও স্বাস্থ্য সুরক্ষায় রাখতে জনসচেতনতা মূলক প্রচারভিযান করা হয়েছে ।