মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল কায়সার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ২০ এপ্রিল ভোর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ঐ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরার জন্য শনিবার ভোররাতে বৈদ্যুতিক মটরের সুইচ দেন। কিন্তুু মটরের পানি না ওঠার কারনে তিনি মটরের তার চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পরিবারের লোকজন পুকুর পাড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন মরদেহ বাড়িতে নিয়ে আসেন ।
বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান।