জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর, টাঙ্গাইল ও শেরপুর জেলার ঐতিয্যবাহী বৃহৎ গরুর হাট পিংনা গোপালগঞ্জ হাট।
বিভিন্ন সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এবার নতুন বছরে চোর, দালাল ও বাটপার মুক্ত স্বচ্ছ গরু হাট পরিচালনার প্রত্যাশা নিয়ে বাংলা ১৪৩১ নতুন বছরে হাট পরিচালনা করতে চায় নতুন হাট বিটার পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম বাবু ( বাংলার বাবু)।
সেই লক্ষে নতুন বছরের প্রথম হাট ইংরেজি ১৯ এপ্রিল বাংলা ০৬ বৈশাখ শুক্রবার, সকলের সহযোগিতা প্রত্যাশায় এ হাটের কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ ফতেহ লোহানী, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ, খন্দকার মোতাহার হোসেন, আওয়ামীলীগ নেতা ওয়াকার্স হাসান বাবণ, ইউপি সদস্য জামাল উদ্দিন, পিংনা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ ওমরপ্রমুখ।
ঐতিয্যবাহী এ হাটটি দীর্ঘসময় ধরে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত নিয়মিত পরিচালিত হয়ে আসছে।
এ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে।

Share.
Leave A Reply

Exit mobile version