আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের সদস্যদের হাতে এক মাদকসেবী আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই মাদকসেবীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুবেল রানা।
১৮ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকার নিজ বাড়িতে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা । গ্রেফতার মাদকসেবী হলেন ওই এলাকার মৃতঃ কপার উদ্দীনের ছেলে নুর হোসেন ।
এলাকাবাসী জানায়, নুর হোসেন প্রতিনিয়ত মাদক সেবন করে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে এবং যুবসমাজকে নষ্ট করছে। এর আগেও মাদকের কারবারে জেলে গেছে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুবেল রানা বলেন, আটক ব্যাক্তি মাদক সেবনের দায়ে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে মাদক ও জুয়া প্রতিরোধে সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।