ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন মাঠে খেলা দেখতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
শনিবার (১৩ এপ্রিল) বিকেলে প্রতাপমহল এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে জুনিয়র একাদশের কাছে পরাজিত হয় সিনিয়র একাদশ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফারুক হোসেন খান।এছাড়া আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আল আমিন,ইউপি সদস্য আশ্রাফ আলী হাওলাদার,
আওয়ামী লীগ নেতা বেলায়েত তালুকদার ও খেলা প্রেমী লিটন চন্দ্র শীল।
আয়োজকরা বলেন, আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। এই টুর্নামেন্টের মাধ্যমে কিছুটা হলেও আনন্দ ফিরে আসবে।