আবু নাসের সিদ্দিক তুহিন। –
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর শুভাকাঙ্ক্ষী, গাইবান্ধা জেলা সমিতি, রংপুর এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য, রংপুর বেতারের বিশিষ্ট গীতিকার,সাবেক কালচারাল অফিসার ও গীতিকবি সংসদ রংপুর এর প্রথম সভাপতি এসএম আব্দুর রহিম মৃত্যুবরন করেছেন আজ সকাল ১১ ঘটিকায় (ডক্টরস কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছেন উপদেষ্টা অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, সিনিয়র সহসভাপতি ডাঃ নাজিরা পারভীন রংপুর বিভাগের সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,কবি খেয়ালী মোস্তফা, সাবোক মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার বেগম, লেখক সুলতান তালুকদার, কবি বাদল রহমান, কবি মিনার বসুনিয়া,কবি মাসুম মোর্শেদ, রংপুর সাহিত্য একাডেমির সভাপতি কবি হাই হাফিজ, বিভাগীয় লেখক পরিষদের সাধারন সম্পাদক জাকির আহমেদ, মোঃ জাকারিয়া, হাকিম আতাউর রহমান লিটন,কবি অহিদুল ইসলাম, প্রাবন্ধিক রাজু আনওয়ারুল, এনটিএন বাংলা ও এটিএন নিউজ এর বিভাগীয় প্রধান সাংবাদিক মাহবুবুল ইসলাম, চ্যানেল আই এর প্রতিনিধি মেরিনা লাভলী, বন্ধু সংস্থা গাইবান্ধা সাধারণ সম্পাদক এস এম আমজাদ হোসেন দীপ্তি, পাশে আছির সভাপতি হেলেন আরা সিডনি, জনস্বাস্থ্য অধিকার আন্দোলন এর প্রতিষ্ঠাতা বেলাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা গল্পকার নাহিদা ইয়াসমিন, সুরছন্দ একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শামসুজ্জামান ভানু, লামিয়া আকতার, কৃষিবিদ শফিকুর রহমান, রংপুর সিটি কর্পোরেশন এর সাবেক সচিব রুহুল মিয়া,সঙ্গীত শিল্পী আলী খান, গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর সভাপতি কৃষিবিদ শওকত আলী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সহসভাপতি আব্দুল লতিফ সরকার, সদস্য ফরিদুর রহমান, গীতিকবি সংসদ রংপুর এর সভাপতি ছড়াকার খলিল বাবু, সাধারণ সম্পাদক সুনীল সরকার সহ অনন্য সদস্যবৃন্দ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আজ বাদ আসর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে তার সহকর্মী সহ রংপুর এর সামাজিক সাহিত্য সংস্কৃতি জগতের শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এস এম আব্দুর রহিম গাইবান্ধা শহরের খাঁ পাড়া- মাস্টার পাড়া এলাকার বাসিন্দা দীর্ঘদিন থেকে রংপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হিসেবে অবসরের পর থেকেই সে রংপুর শহরে অবস্থান করছিলেন। তার স্ত্রী বিশিষ্ট সঙ্গীত শিল্পী রওশন আরা সোহেলী তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে। মেয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করেন সে পৌছালে আগামী শুক্রবার বাদজুম্মা গাইবান্ধা পৌর গোরস্থান এ তার নামাজে জানাজা শেষে সমাহিত করা হবে।