জবি প্রতিবেদক:
ঈদ উপলক্ষে ঢাকা ছাড়তে রাজধানীর সদরঘাটে নৌ টার্মিনালে ভিড় করছেন ঘরমুখো মানুষ। ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও টার্মিনালে শৃঙ্খলা রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
রোববার (৭ এপ্রিল) সদরঘাটে মোবাইল কোর্টের অভিযানে ৪টি হ্যান্ডমাইক জব্দ করা হয়। এদিন অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
তিনি জানান, পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে টার্মিনাল এলাকা হকারমুক্ত রাখতে, অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করা, যাত্রী হয়রানী বন্ধ করার মাধ্যমে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে, আইডল বার্দিং বন্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়াও নৌপরিবহন অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ হতেও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মো: ইসমাইল হোসেন বলেন, নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে আমরা সকলকে নিয়ে একযোগে কাজ করছি।এসময় হ্যান্ড মাইকের মাধ্যমে ক্যানভাসিং করে যাত্রী ঢাকার কারণে চারটি হ্যান্ড মাইক জব্দ করা হয়। এছাড়াও দুইটি লঞ্চকে নির্দিষ্ট সময়ে টার্মিনাল না ছাড়ায় সতর্ক করা হয় এবং ছেড়ে যাওয়া নিশ্চিত করা হয়।