রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে এক ব্যবসায়ীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের আওতায় সুশাসন প্রকল্পের আয়োজনে ৩৮০ জন দরিদ্র মানুষকে ঈদ উপহার (শাড়ি, লুঙ্গি) বিতরণ ও ইফতার প্রদান করেন, গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের মেসার্স জামাই ভ্যারাইটিজ স্টোরের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান দুখু।
এসময় উপস্থিত ছিলেন, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, ইউপি সদস্য বকুল মিয়া, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারন সম্পাদক শাহ আলম যাদু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্পের প্রজেক্ট অফিসার( লিগ্যাল) শরিফুল ইসলাম, সিনিয়র সুপারভাইজার আরিফুল ইসলাম অনিক, মাওলানা আবুল খায়ের, কমিউনিটি প্যারালিগাল সুমাইয়া আফরিন প্রমুখ।
পরে উপহার গ্রহনকারী সহ অতিথিবৃন্দ একসাথে ইফতার করেন।