গাইবান্ধা প্রতিনিধি: যমুনা-ব্রহ্মপুত্র চরের মত প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহবান জানিয়েছেন বক্তারা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ৬ এপ্রিল শনিবার গাইবান্ধায় আয়োজিত কর্মসূচীতে এ আহবান জানান তারা। গাইবান্ধা সিভিল সার্জন মিলনায়তনে আয়োজিত আলোচনায় প্রান্তিক বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্য সেবায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।

এ বছর স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’। বিষয়টি নিয়ে আলোচনা করেন গাইবান্ধার স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বক্তারা জানান, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সবার মাঝে এ অধিকার নিশ্চিতের মূল ভিত্তি হচ্ছে উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা। যার অন্যতম দাবিদার প্রান্তিক অঞ্চলের মানুষ। এজন্য দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন যমুনা-ব্রহ্মপুত্র চরের বাসিন্দাদের সুস্বাস্থ্যে বিশেষ নজর দেয়ার আহবান জানান তারা।

জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের মত বাংলাদেশেও প্রতিবছর ৭ এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। তবে এবছর ৭ এপ্রিল রোববার শবে কদর উপলক্ষে সরকারী ছুটি থাকায়, একদিন আগে ৬ এপ্রিল শনিবার গাইবান্ধায় পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচী।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর ও সংস্থার ব্যাক্তি-বর্গ। বক্তব্য রাখেন গাইবান্ধা সদর হাসপাতাল সুপার ডাঃ মাহবুব হোসেন, সিভিল সার্জন ডাঃ আব্দুল্লাহ হাল মাফি, ডাঃ আল মেহদী, কনসালটেন্ট বক্ষবিধী হাসপাতাল, এবং ডাঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গাইবান্ধা সদর উপজেলা। ফ্রেন্ডশিপের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া সুলতানা সেতু, সহকারী ম্যানেজার আমিরুল ইসলাম, স্বপন বর্মন, প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর আলম, প্রমুখ।

এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বের করা হয় এক বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি সিভিল সার্জন অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে গাইবান্ধার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সিভিল কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Share.
Leave A Reply

Exit mobile version