মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় হরিণের চারটি চামড়া উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার ও তাঁর বাহিনী। পাথরঘাটা শহরের বিষখালী নদী তীরবর্তী নীলিমা পয়েন্ট এলাকা থেকে গত রবিবার রাত ১০টায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলাম জানান, অভিযানকালে চামড়া বহনকারীরা টের পেয়ে চামড়াভর্তি বস্তা ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে বলেন, উদ্ধারকৃত চামড়া আদালতের নির্দেশে মাটিচাপা দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে চোরাপথে হরিণ হত্যা করে চামড়া কোথাও বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।