ঝালকাঠি প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিতুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু।
সাধারন সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডা. অসীম কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক মনু, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট বনি আমীন বাকলাই সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এসময় দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।