আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২৮ মার্চ) সকাল ১১ টার দিকে শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করেন নওগাঁ সরকারি কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধনে অনার্স চতুর্থ বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. বরকত মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন— সিফাত হোসেন, আরমান মন্ডল, শাকিল, আরিফ, রিয়া, তামান্নাসহ প্রমুখ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গত ২০শে মার্চ ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি প্রকাশকৃত রুটিনে পর্যাপ্ত ছুটি না থাকায় পরীক্ষার্থীরা পরবর্তী পরিক্ষার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না। এমতঅবস্থায় পরীক্ষায় তাদের অংশগ্রহণ সম্ভব নয়।
তারা আরও বলেন, আগামী ১৯ মে থেকে শুরু হবে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। যেখানে রুটিনে প্রত্যেক পরীক্ষার মাঝে একদিন করে ছুটি রয়েছে। অথচ যেকোনো পরীক্ষা নিতে দেড় থেকে দুই মাস সময় বরাদ্দ থাকে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পরীক্ষা শেষ করতে চাচ্ছে। সেশন-জট কমানোর নামে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই দ্রুত পরীক্ষার প্রকাশিত রুটিন পেছানোসহ প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে ৩ থেকে ৪ দিন করে ছুটির দাবি জানান তারা।