দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় নির্ধারণ কর্ম পরিকল্পনা প্রনয়ণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ফতেপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ফতেপুর ইউনিয়ন পরিষদের মাঠে এক দিনের এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার তালুকদার শফি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ তায়রান ইকবাল, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, মদন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ মোতাহার আলম চৌধুরী প্রমূখ। ওযার্কশপে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি , গণ্যমান্য ব্যক্তিবর্গ,গনমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উপজেলা প্রশাসন ফতেপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেনিপেশা লোকজনের মতামতের ভিত্তিতে ১৫ বছরের পরিকল্পনা গ্রহন করা হয়।