রিয়াদ ইসলাম জলঢাকা:
শুভ শুভ শুভ দিন তাঁতী লীগের জন্মদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জলঢাকায় তাঁতী লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন র্যালি,আলোচানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৯ মার্চ) বিকেল বেলা উপজেলা তাঁতী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর উপজেলা তাঁতী লীগের সভাপতি মো: হাসানুর রহমান এর নেতৃত্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা তাঁতী লীগ।
পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা তাঁতী লীগের সভাপতি মো: হাসানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামিম,
উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামান শামিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছাদের, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বাবলা, উপজেলা মানব শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামিয়ার রহমান, শিমুল বাড়ি ু্ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি রামকৃষ্ণ অধিকারী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এবং সুখী, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা তাঁতী লীগের তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, তাঁতী লীগের জন্ম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে।তাঁতী লীগের সকল নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে উপজেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয় এবং এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী সকল আয়োজনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।