রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি:
নীলফামারী জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচী এবং আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বি,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক,
উপজেলা থানা অফিসার ইনচার্জ মো: মুক্তারুল আলম,ওসি (তদন্ত) আব্দুর রহিম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ
সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ ও
বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।