লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজা সহ রফিক ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার এস আই রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলা সৈয়দপুর ইউনিয়নের খানপাড়া রফিক ইসলামের বাসায় অভিযান চালান। এ সময় ৫ শ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। রফিক ইসলাম উপজেলার ভাবনাগঞ্জ গ্রামের খানপাড়া গ্রামের বুধুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাসায় গোপনে মাদক ব্যবসা করে আসছিল।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, রফিক ইসলামকে গাঁজা সহ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।