এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।
গতকাল ১৫ মার্চ সন্ধার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মোহনপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবির একটি দল অত্র কালিপুর এলাকায় পরিত্যাক্ত অবস্থায় এই বিপুল পরিমান টাকা ও মোটরসাইকেল টি উদ্ধার করে।পরে জব্দ তালিকা মোতাবেক আজ শনিবার মধ্যনগর থানায় হস্তান্তর করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ভারত সীমান্ত দিয়ে প্রতিরাতেই চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে চিনি,কয়লা,গরু,মহিষ,মাদক সহ বিভিন্ন পণ্য চোরাই পথে পাচার করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা টাকা সহ মোটরসাইকেলটি ফেলে গিয়েছে বলে অনেকেই ধারণা করছে।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, এ নিয়ে থানায় একটি জিডি হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।