বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র কুরআন সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২ জন বিদেশি সহ মোট ৫০ জন শিক্ষার্থীকে কুরআন উপহার দেওয়া হয়।কুরআন সবক অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড.মোঃ আব্দুল্লাহ আল আসাদ,জীববিজ্ঞান অনুষদের ডিন ড.মোহাম্মদ আলী খান এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন বশেমুরবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল -মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কুরআন শিক্ষার পরিচালক ইইই বিভাগের শিক্ষার্থী মো: মুমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন ড.মোঃ শাহজাহান বলেন,”আমরা শুকরিয়া আদায় করছি এ ধরনের আয়োজনের জন্য এবং আমরা আশা করব আস্তে আস্তে সকল শিক্ষার্থী এ কোর্স করতে পারবে। শিক্ষার্থীরা যদি আল্লাহর রাস্তায় আসে বিশ্ববিদ্যালয়ের অশ্লীল কাজ অনেক কমে যাবে। আজকে যারা কুরআন শরীফ নিয়েছ, তোমারা নিয়মিত কুরআন তেলওয়াত করবা।”
তিনি আরো বলেন, “এ ধরনের কাজের জন্য আর কোন ধরনের সহোযোগিতা লাগলে ইনশাআল্লাহ আমরা তোমাদের সাহায্য করবো।”
উল্লেখ গত ১৯ ফেব্রুয়ারি মাস থেকে কুরআন শিক্ষা কোর্স চালু হয়। এক মাসের মধ্যে ২ জন বিদেশি শিক্ষার্থী সহ ৫০ জন শিক্ষার্থী কুরআন পড়তে শিখেছেন।