রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

দুর্গাপুরে রমজান উপলক্ষে বাজার তদারকি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল এবং ভেজাল মুক্ত খাদ্য সরবরাহে বাজার তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।

সোমবার (১১ মার্চ) বিকেলে পৌর শহরের কাঁচাবাজার, মাংসের দোকান,মুদি দোকান সহ বাজার পরিস্থিতি মনিটরিং করেন।

বাজার মনিটরিংকালে ইউএনও এম রকিবুল হাসান বিভিন্ন ভোক্তাদের সাথে কথা বলেন এবং দোকান মালিকদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার জন্য আহ্বান জানান। প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মূল্য না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান,পৌর মেয়র আব্দুস ছালাম,থানা ওসি উত্তম চন্দ্র দেব,প্রশাসনের কর্মকর্তাসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ