মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
চলতি বছরের জানুয়ারীতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়াই নির্বাচন পরবর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সনাতন ধর্মালম্বীদের সাথে নিয়ে মত বিনিময় করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
সোমবার বেলা ১২ টায় সংসদ সদস্যের আমন্ত্রনে দানেজপুরস্থ তার নিজ বাসবভনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক শুনীল রায়।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুমন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল দাস, জেলা পূজা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষিকেশ সরকার, জেলা আওয়ামীলীগের নেতা নন্দলাল পার্শী, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান, উপজেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, সাংবাদিক নির্মল রায়, পাঁচবিবি ডিগ্রি কলেজের প্রভাষক সূর্দশন , অধ্যাপক পরিতোষ ঘোষ।
উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সিরাজুল ও আ’লীগ নেতা রেজাউল করিম আকন্দ সহ আরো অনেকে।