দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোনার দুর্গাপুরে কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে করনীয় শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ।
শনিবার (০৯ মার্চ) বিকেলে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী।
সভার সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অমিত আকঞ্জি। আলোচনায় অংশগ্রহণ করেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং,অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পারভিন আক্তার,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার,পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম,এডভোকেট মানেশ সাহা,সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন সহ স্থানীয় সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংঘঠনের নেতৃবৃন্দ। তাছাড়াও উপস্থিত লোকজন নিজ নিজ এলাকার কিশোর গ্যাং প্রতিরোধে করনীয় সম্পর্কে তাদের অভিমত প্রকাশ করেন তারা।