দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
দেশজুড়ে ৯০, হৃদয়ে ব্যাক বেঞ্চার’ এ স্লোগানকে সামনে রেখে সারা বাংলা এসএসসি ৯০ এর বন্ধুদের প্রাণের স্পন্দন, ব্যাক বেঞ্চারের আয়োজনে এক মিলন মেলা সম্পন্ন করা হয়। ব্যাক বেঞ্চার আয়োজিত দ্বিতীয় সম্মেলন এটি।

শুক্রবার (৮ মার্চ) সকাল হতে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সুষ্ঠ, সুশৃংখল ভাবে সম্পন্ন করা হয়। সকালে রেজিস্ট্রেশনকৃত বন্ধুদের মাঝে উপহার সামগ্রী বিতরণের পর, প্রথমে কোরআন তেলোয়াত, গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর দিনব্যাপী এ অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, কেক কাটা, আলোচনা, সনদ বিতরণসহ গান, নৃত্য ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির তথ্য মতে, সারা দেশ হতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই হাজার বন্ধুদের আগমনে মুখর হয়ে উঠে মধুমতি মডেল টাউনের ছায়া বিথী রিসোর্ট সেন্টারটি। বিভিন্ন তথ্যসূত্র মতে, ঢাকার পরবর্তী পর্যায়ে টাঙ্গাইল জেলার বন্ধুদের রেজিস্ট্রেশন এবং আগমন ঘটে সর্বাপেক্ষা বেশি।

এ সময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন, লায়ন এমকে বাশার, খ. শালিমা রওশন লতা, মো. মুক্তার আলী, সাংবাদিক আমজাদ হোসেন রতন, মো. শওকত আলী মাস্টার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট নজরুল খান, ডা. সাইদা শিউলি, প্রভাষক কামরুন নাহার লাইলি, আব্দুর রশিদ, শিক্ষক আনিস মামুন, সুবীর ধর, আব্দুল মান্নান, গিয়াস উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, আবুল হোসেন, আঃ মান্নানসহ শিক্ষক, ব্যবসায়ী, একাধিক শ্রেণী পেশার বন্ধুগন। ড্র তে দ্বিতীয় পুরস্কারের ভাগ্যবান নাগরপুরের বন্ধু।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version