চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা ও তরুণ সমাজসেবক মোঃ ইব্রাহিম হোসেন দোয়া ও সহযোগিতা কামনা করে গণসংযোগ করেছেন।
শুক্রবার ( ৮ মার্চ ) বিকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি ও বারিক বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
গণসংযোগকালে মোঃ ইব্রাহিম বলেন, আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের দোয়া নিতে এসেছি। আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই।আমি যদি নির্বাচিত হতে পারি, বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়।
এসময় উপস্থিত ছিলেন ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাঃ রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাবান আলী, আর্জেন্ট আলী, লিটিল আহমেদ,আক্কাশ আলী, দাইপুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আপন , ছাত্রনেতা নাহিদ,শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল হক, সহ-সভাপতি সাইদুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা মোস্তাক আহম্মেদ সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।