দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির আবেগ ও অনুপ্ররণা উৎস৷ দশ লক্ষ মানুষের সামনে দাড়িয়ে বঙ্গবন্ধুর মাত্র আঠারো মিনিটের যে ভাষণ দিলেন সেটা জাতির ইতিহাসের এক স্মরণীয় দিন৷

তিনি আরও বলেন, সেদিন বঙ্গবন্ধুর প্রতিটি শব্দচয়নে দৃঢ়তার সাথে স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন বলেই তার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে দেশবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে বিজয় অর্জন করে৷

বরিশাল বিশ্ববিদ্যালয়অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটরিয়ামে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিতব্য ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন৷

আফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. শফিউল আলম, রেজিস্টার মো. মনিরুল ইসলাম৷

আফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাদিম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷

এর আগে দিনটি উপলক্ষে সকাল দশটায় ছয়দফা বেদীতে উপাচার্যের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷
এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version