জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে সদর রোডের প্রেসক্লাব জয়পুরহাট কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবিনা আক্তার চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, জেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শামীম কাদির ও মাছরাঙা টিভির জেলা সংবাদদাতা আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন- ইন্ডিপেন্ডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি আবিদুল মোমেন মনি, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মতলুব হোসেন, ৭১ টিভি’র জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, এসএ টিভি’র জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও, জয়পুরহাট খবরের স্টাফ রিপোর্টার মিনহাজুর রহমান ছোটন, বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি সাগর কুমার, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি মিলন রায়হান, বাংলা টিভি’র জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আশা, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি চম্পক কুমার, দৈনিক বাংলা’র জেলা প্রতিনিধি রাব্বিউল হাসান, সকালের সময়ের জেলা প্রতিনিধি রাকিব হোসেন, ডেইলী পোস্টের জেলা প্রতিনিধি আরমান হোসেন, বাংলাদেশ এক্সপ্রেসের জেলা প্রতিনিধি শিমুল হোসেন, দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি মুনিরুজ্জমান মনির, দৈনিক মায়ের আচলের স্টাফ রিপোর্টার মোফাজ্জল হোসেন, নিউজ২১ বাংলা টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান রিভু, মানবকণ্ঠ’র প্রতিনিধি রাশেদুজ্জামান আল-হাসান, সাংবাদিক আনিছুর রহমান বিটন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর বলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা অল্প সময়ের মধ্যে বস্তনিষ্ট সংবাদ পরিবেশ করে গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামীতে তারা আরও ভাল ভাল পরিবেশ করে সংবাদ করে দেশ ও জাতির উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।
অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক আলম বলেন, বর্তমানে দেশে শতশত পত্রিকার মাঝে দেশ রূপান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে একটি ভাল অবস্থান তৈরী করেছে। ভবিষ্যতেও দেশ রূপান্তর দেশ ও মানুষের পক্ষে কথা বলে আরও এগিয়ে যাবে এমনই প্রত্যাশা করছি।