প্রেসক্লাব রাজগঞ্জের নবগঠিত কমিটি গঠন আবুল বাসার সভাপতি, ফারুখ সম্পাদক, রয়েল সাংগঠনিক সম্পাদক
স্বীকৃতি বিশ্বাস, যশোর:
যশোর জেলার মণিরামপুর উপজেলায় প্রেসক্লাব রাজগঞ্জের নবগঠিত কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল বাসার ও সাধারণ সম্পাদক পদে জি,এম ফারুখ হুসাইন নির্বাচিত হয়েছেন। গত শনিবার (২রা মার্চ) উপজেলার প্রেসক্লাব রাজগঞ্জের অস্থায়ী কার্যালয়ে ২৮ সদস্যর কমিটি ঘোষনা করা হয়।
প্রেসক্লাব রাজগঞ্জে নবনির্বাচিত সভাপতি আবুল বাসার (দৈনিক গ্রামের কাগজ), সহ—সভাপতি রুহুল কুদ্দুস (দৈনিক সত্যপাঠ/ প্রভাতফেরী), সহ—সভাপতি মোঃ এরশাদ আলী, সাধারণ সম্পাদক জি,এম, ফারুখ হুসাইন (দৈনিক যশোর), সহ—সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আলী (আনন্দ টিভি), সহ—সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন (দৈনিক আশ্রয় প্রতিদিন/ নিউজ বিডি জার্নালিষ্ট২৪) সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল (দৈনিক সত্যপাঠ) , প্রচার সম্পাদক অমারেশ বিশ্বাস (দৈনিক গ্রামের কাগজ), অর্থ সম্পাদক মুহাঃ মোশাররফ হোসেন (নিউজ বিডি জার্নালিষ্ট২৪), দপ্তর সম্পাদক মোঃ আল ইমরান (নিউজ বিডি জার্নালিষ্ট২৪), আইসিটি বিষয়ক সম্পাদক সেলিম রেজা (দৈনিক গ্রামের কাগজ), নির্বাহী সদস্য এম এস ইমরান খান পান্না (দৈনিক গ্রামের কন্ঠ), ডাঃ ইলিয়াজ কবির (পাঠকের কথা), মোঃ জামাত আলী ( দৈনিক কল্যাণ), মোঃ আল মামুন (দৈনিক রানার)। সদস্যরা হলেন, এস,এম ইসহাক (দৈনিক গ্রামের কাগজ), মোঃ সাইদুর রহমান (দৈনিক সত্যপাঠ), মোঃ সোহেল রানা ( দৈনিক গ্রামের কাগজ), মাষ্টার মাহাদী হাসান ( দৈনিক সমাজের কথা), মোঃ ইলিয়াজ হোসেন( দৈনিক যশোর), মোঃ ফারুখ হোসেন( দৈনিক অর্ণিবান), মোঃ হাবিবুর রহমান ( দৈনিক পত্রদূত), মোঃ আরিফুল ইসলাম ( দৈনিক প্রজন্ম একাত্তর), মোঃ নজরুল ইসলাম (দৈনিক প্রভাতফেরী), মোঃ শাহিন আলম (দৈনিক গ্রামের কন্ঠ), মোঃ হাবিবুর রহমান (দৈনিক সারসা বার্ত) , মোঃ সাকিব হোসেন ( নিউজ বিডি জার্নালিষ্ট ২৪), মোঃ আবু সাইদ শাওন (সাপ্তাহিক সোনালীদিন)।