লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে “খলিশাডাঙ্গার কন্যা” ও “উলঙ্গ সভ্যতা” নামে দুইট কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে কাব্যগ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়। পীরগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক কবি মো. রবিউল আউয়াল ছদ্য নাম রবি বাঙালি’র লেখা কাব্যগ্রস্থ দুটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে মোড়ক উন্মোচন সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক কবি মো. রবিউল আউয়াল, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাসুদুর রহমান মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, সাহিত্য, সাংস্কৃতি ও পত্রিকা বিষয়ক সম্পাদাক বাদল হোসেন, কবি কৃষ্ণচন্দ্র মালাকার প্রমূখ। এ সময় কবি মাসুদুর রহমানের “জীবন জলের ঘ্রাণ” নামে একটি উপন্যাস এবং কবি কৃষ্ণচন্দ্র মালাকারের “এই আছি এই নাই” নামে একটি কবিতার বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়।