রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে নবনির্মিত মিনি স্টেডিয়ামের যাত্রা শুরু করেছে।
শুক্রবার (১ মার্চ) ক্রীড়া সংস্থার আয়োজনে নারী ফুটবল প্রীতি ম্যাচের অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের উদ্বোধনী প্রীতি ম্যাচে ডিমলা উপজেলা নারী ফুটবল দল বনাম বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নীলফামারী নারী ফুটবল দল মুখোমুখি হয়। ডিমলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, মার্চ মাস আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ মাসে স্বাধীনতার ঘোষণা দেন। আর তার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে বলেই আজকের এই আয়োজন। ডোমার-ডিমলায় নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে বিজয়ী করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুটবল প্রেমীদের সালাম পৌঁছে দেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এএইচএম ফিরোজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মেজবাহুর রহমান, খগাখড়িবাড়ীর ইউপির সাবেক চেয়ারম্যান মো: রবিউল ইসলাম লিথন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য আবু সায়েম সরকারসহ প্রমুখ।
উল্লেখ্য যে, ৫ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ২০২২ সালের ২৯ ডিসেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ হাসান রাসেল এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এরপর গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩) ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।