ঝালকাঠির নলছিটিতে পাঁচ কেজি গাঁজাসহ ফারুক খান (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুবিধপুর ইউনিয়নের গোদন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ফারুক খান ওই এলাকার হাসেম খানের ছেলে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।