দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। এ অনুষদে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট দুই হাজার সাতশত বিশ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারে ঢাবির ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী । পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি এড়াতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট এবং বিভিন্ন জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তা করছে।

এদিকে গতবারের মতো এবছরও বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানান, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হওয়ায় যাতায়ত ও থাকার ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে৷

বিশ্ববিদ্যালয় উপাচার্য (রু.দা) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি কেন্দ্রে অতীতের ন্যায়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version