রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

সরিষাবাড়ীতে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

মশিউর রহমান
সরবষাবাড়ী, জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে “২০২৩-২০২৪ অর্থ বছরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের” আওতায় নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবি এম খায়রুল আলম প্রশিক্ষনটি পরিচালনা করেন।

প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষকের মাঝে পাট, শাক,চাল কুমড়া, বরবটি, কমলি শাক, ডাটা শাক, পুই শাকের বীজ বিতরণ করা হয়।

প্রশিক্ষণ উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, কোথাও পতিত জমি রাখা যাবেনা। বাড়ীর চারপাশে শাক-সবজি ও পুষ্টি বাগান করতে হবে। বেশি বেশি কৃষি উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। উপজেলা কৃষি অফিস সর্বদাই কৃষকদের সহযোগিতার জন্য কাজ করে যাবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ