বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পাখিমারা গ্রামে জুয়া খেলার আসরে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদিসহ ৬ জুয়ারিকে আটক করেছে। গতবুধবার ২১শে ফেব্রুয়ারির গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে (ইসলামপুর দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) ডিবি২ এর চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানার নির্দেশে এস আই আবু রায়হান সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। গভীর রাতে ২.৪০ ঘটিকার সময় বকশীগঞ্জ থানাধীন পাখিমারা গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, নগদ অর্থসহ ৬ জুয়ারিকে আটক করেছে। আটককৃত জুয়ারিরা হচ্ছে মোঃ শাহাবুদ্দিনের ছেলে মোঃ রবিজল মিয়া(৩৮), মৃত নাদের হোসেনের ছেলে মোঃ বিল্লাল(৩৬), মোঃ আঃ ওয়াহিদের ছেলে মোঃ নুর ইসলাম (৩৫), মোঃ গোলাপ হোসেনের ছেলে মোঃ ফেরদৌস মিয়া(২৮), মৃত লাল মিয়ার ছেলে মোঃ শাহজাহান (৩২), মৃত ওমর আলীর ছেলে মোঃ শুকুর আলী (৪৩) কে জুয়া খেলার সরঞ্জামদিসহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে (ডিবি ২) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা আমাদেরকে ঘটনাটির সম্পর্কে সত্যতা স্বীকার করে আমাদেরকে জানান, ৬ জন জুয়ারীকে আটক করে বকশীগঞ্জ থানায় সপর্দ করা হয়েছে। যথারীতি নিয়মে তাদের নামে থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment