তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বস্থরের মানুষের ঢল নামে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে। রাত ১২টা বাজার কিছু আগে শহীদ মিনারে কাছে আড়াআড়ি ভাবে অবস্থান নেয় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ সহ অন্যান্য প্রতিষ্ঠান। এ সময় পুলিশ- জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকশত নেতা কর্মীর মধ্যে হট্রগুাল বাঁধে।
পরে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ। কিছুক্ষণ পরে বিক্ষুব্ধ অবস্থায় জেলা আওয়ামী লীগ শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। পরে জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, জেলা বিএনপি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন শ্রদ্ধা জানায়। কিছুটা অপ্রতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে পুলিশ ও ছাত্রলীগসহ যুবলীগগের কিছু নেতাকর্মীরা।