বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি আসাদুজ্জামান দিপু (৪৫)কে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করছে র্যাব-৫।
২০ ফেব্রুয়ারী রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাইনগর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।
বুধবার সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী রাতে জনৈকা মোছাঃ নুর মহল (৪৭) নিজ ঘরে খাটের উপর শুয়ে ছিল। এই সুযোগে আসাদুজ্জামান তার ঘরে ঢুকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মুখ চেপে ধরে বল প্রয়োগ করে ধর্ষণ করে। এ ঘটনায় মোছাঃ নুর মহল বাদী হয়ে বদলগাছী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলাটি র্যাবে নিকট আসলে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ধর্ষণ মামলার আসামি আসাদুজ্জামান ২০ ফেব্রুয়ারি রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন।
পরে গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদলগাছী থানায় হস্তান্তর করেছেন।