মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝালকাঠির কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সচেতন নাগরিক কমিটির (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।এর আগে সনাকের পক্ষ থেকে ”দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী” শিরোনামে একটি ব্যানার শহীদ মিনার চত্বরে প্রদর্শন করা হয়।
এসময় সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, সনাক সদস্য ছালেক আজাদ খান সোহাগ, গৌতম চন্দ্র বণিক, কবিতা হাওলাদার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), একটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) ও টিআইবির কর্মীরা উপস্থিত ছিলেন।